Posted in Poetry

প্রত্যাশা

পরজন্ম বলে যদি কিছু থাকে,
আমি চাইব, তুমি শুধু আমার হবে;
আমি চাইব তুমি ফিরে এসো তখন।
তখন থাকবে না কোনও অতীত তোমার,
হানা দেবে না সে আমাদের মাঝে
প্রেতাত্মা হয়ে, ঠিক এ জন্মের মতন।

সে জন্মে আমরা বাঁধব আমাদের
একটা একান্ত নিজস্ব ঘর;
ঠিক যেমন এঁকেছিলাম এক বিকেলে।
সেই জন্মে শান্তিতে ঘুমবো প্রতিদিন,
তোমার বুকের উষ্ণতায়, তোমার বাহুডোরে,
তবে শুধু প্রেয়সী হয়ে নয়; স্ত্রী হয়ে।

পরজন্মে চলো, আমরা হারিয়ে যাবো কোনও জঙ্গলে
কোনও আদিম সমাজে বাঁধব সেই বাসা
যেখানে নেই কোনও সভ্যতা; পরিবার বা তৃতীয় কেউ
দেবে না আমাদের মিলনে কোনও বাধা।
আদরে অভিমানে কেটে যাবে আমাদের দিনগুলো।
হয়তো আমাদের ছায়া দেবে বুনো অসভ্যতা।

আজ তোমার ওপর অধিকার নেই আমার আর।
মাঝে মাঝে মনে হয় আদৌ কি ছিল অধিকারটা সঙ্গত?
নাকি সবই ছিল মিছে আস্ফালন,
যাতে ছিল শুধু ভয়, তোমাকে হারানোর?

এজন্ম এভাবেই কেটে যাক আমাদের,
চিরবিচ্ছেদের ব্যাথা নিয়ে বুকের মাঝে;
দূরে থেকে, কাছের মানুষ হয়েও।
এজন্ম এভাবেই যাক ভাঙ্গা হৃদয়ের ক্ষত নিয়ে;
তোমার হাতে খোদাই করা আমার নামে
আর আমার আঙ্গুলে থাকা ঝুটো আংটির মাঝে।
আর বিধাতাপুরুষ লিখতে থাকুক তার খাতায়;
একটা মিষ্টি ভালোবাসা, শুধু আমাদের তরে।