Posted in Poetry

লিলিথ

 শ্রাবণের ধারা নামুক আমার শরীর জুড়ে, 
যেমন নেমেছিল তোমার চুম্বন একদা।
নেমেছিল আমার ওষ্ঠে, আমার বৃন্তে
ছুঁয়েছিল আমার অন্তর।
আজ ধুয়ে যাক সব তোমার স্পর্শ,
চলে যাক সে অতীত প্রেমের লাশ।
ধুয়ে যাক আমাদের সে স্মৃতি,
স্নানঘরে ধারাস্নানে তীব্র আশ্লেষে
ভিজে যাওয়া ঠোঁট দুটি,
আর শীৎকার মেশা সে মুহূর্তে
ভালোবাসোনি কি আমাকে?
লুকোতে কি চাওনি আমার বুকে ?
তাকিয়ে কি দেখনি একবার আয়নাতে ?
কেমন দেখতে ছিল লিলিথ আর আদমকে ?
আজ আবার নেমেছে বৃষ্টির ধারা,
আমার রোমকূপ শিহরিত হয় নতুন স্পর্শে,
আরো একবার লিলিথ পা বাড়ায় নতুন পথে
তবে এবার শয়তানের হাত ধরে ।

Leave a comment